Control করুন আপনার প্রিয়জনদের কম্পিউটার আপনার নিজের কম্পিউটার থেকে।

কেমন আছেন আপনারা?অফ কোর্স ভালো থাকবেন।আর আমি তো সবসময়ই ভাল থাকি :D।

যাইহোক চলেন আজ একটা মজার সফটওয়ার নিয়া কথা বলি ;)।টিম ভিউয়ার।আমরা যারা নিয়োমিত নেট এর সাথে থাকি তাদের জন্য অনেক হেল্পফুল।এটির সাহায্যে আপনি দূরববর্তী যেকোন কম্পিউটারে সম্পুর্ন এক্সেস করতে পারবেন আপনার নিজের কম্পিউটার থেকে।চাই শুধু একটু ভালো ইন্টারনেট সংযোগ।এটির সাহায্যে আপনি ওই পিসির সফটওয়ার ইন্সটল আন-ইন্সটল থেকে শুরু করে ফাইল ট্রান্সফার পর্যন্ত সবই করতে পারবেন।আপনার ফ্রেন্ডের পিসির সকল সুবিধা আপনার পিসিতে উপভোগ করতে পারবেন।আর যাদের গার্ল ফ্রেন্ড আছে তাদের জন্য তো কথাই নাই ;)।বাসায় বসে গার্ল ফ্রেন্ডের পিসির সমস্যার সমাধান করবেন :D।এখন দেখাযাক এটির ইন্সটলেশন এবং ব্যবহার প্রক্রিয়া।ধাপে ধাপে স্ক্রিন সট সহ দেখান হলো…

.exe ফাইলটা রান করালে নিচের মত করে একটা উইন্ডো আসবে।

নেক্সট করার পরের উইন্ডোটা এইরকম…

সাধারন ইন্সটলেশনের প্রক্রিয়ায় ইন্সটল করুন

সবশেষে এই উইন্ডোটা আসবে।আপনি যদি আপনার ফ্রেন্ডের পিসির সাথে সংযোগ করাতে চান তাহলে তাকেও বলুন একই প্রক্রিয়ায় টিম ভিউয়ারটি ইন্সটল দিতে।অবশ্যই দুজনের নেট সংযোগ থাকতে হবে।

ধরে নিলাম আপনারা দুজনই টিম ভিউয়ারটি ইন্সটল দিলেন এবং একই সময় আপনাদের নেট সংযোগ আছে।তাহলে আপনাদের দুজনকে আলাদাভাবে ID এবং Password দিবে।এখন আপনি যদি আপনার ফ্রেন্ডের পিসিতে এক্সেস করতে চান তাহলে তার ID এবং Password জেনে নিন এবং টিম ভিউয়ার মেনুতে প্রবেশ করান।partner ID এর নিচে Remote control সিলেক্ট করলে আপনি পাবেন আপনার partner এর পিসির সম্পুর্ন controlling power এবং একই ভাবে File transfer সিলেক্ট করলে আপনার partner এর পিসির ফাইল আপনার পিসিতে ট্রান্সফার করতে পারবেন।এরপর connect to partner এ ক্লিক করুন।

এখন দেখুন মজা…

ডাউনলোড করতে  এখানে  Team Viewer

যাইহোক আমি গেলাম।

ভালো থাকা হয় যেন…।