Partition formate হলে অথবা delete হয়ে যাওয়া ডাটা ফিরে পাওয়ার সহজ উপায়

কেমন আছেন আপনারা…?আমি চরম ভাল আছি 😀

যাইহোক কাজের কাথায় আসি আমাদের অনেকের মাঝে মাঝে সি ড্রাইভের সাইজ বাড়ানো বা কমানোর প্রয়োজন হয়।আর এর জন্য কেউ কেউ ব্যবহার করে বিভিন্ন partition manager।আবার অনেকে উইন্ডজ ইন্সটল দেয়ার সময় সি ড্রাইভ ডিলেট করে নতুন করে সি ড্রাইভ রিসাইজ করে এবং উইন্ডোজ ইন্সটল দেয়।সমস্যা টা হয় তখনই যখন সি ড্রাইভ ডিলেট হয়ে যায় তখন বাকি সব ড্রাইভগুলা formate হয়ে যাই এবং সবগুলা ড্রাইভ মিলে একটা হয়ে unallocated হিসেবে show করে 😀 পরে এই জিনিসটাকে না পারেন ভাংতে না পারেন কোনো প্রকার ব্যবহার করতে।

এতো শুনলেন সমস্যার কথা এখন আসি সমাধানে 😉

এই ধরনের সমস্যা থেকে আপনাকে উদ্ধার করবে MiniTool Power Data Recovery নামক এই ছট্টো সফটওয়্যারটি।এটির সাইজ মাত্র 5.60 MB।

তো চলেন দেইখা লই এই জিনিসটার গেটআপ।

 

Boss একটা কথা মনে রাখবেন যেখানে ইন্সটল দিবেন সেই ড্রাইভ কখনও recover করবেন না এবং recover এর সময় অন্য কোনো কাজ করবেন না।

এখানে দেখবেন ৫টা অপশন আছে আপনার যেইটা প্রয়োজন সিলেক্ট করেন যেমন আমি সিলেক্ট করলাম Damaged Partition Recovery এবং এর পরের উইন্ডোটা এইরকম-

এরপর ড্রাইভ সিলেক্ট করে Full Scan করবেন এবং একটা টানা ঘুম দিবেন,ঘুম থেকে উঠে দেখবেন আপনার হারানো সব কিছু আপনার সামনে 😛 এখন আপনার কাজ হল ফাইল ধরে রাইট ক্লিক করবেন এবং কোথাই রাখবেন সিলেক্ট করবেন।

ভাল থাকা হয় যেন…